বেগমগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

0
422
প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (৫ মার্চ) সকালে র‍্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩।
র‍্যাব জানিয়েছে, বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ থানার গোপালপুর বিশেষ অভিযান চালিয়ে মো. ফয়েজ নামে এক মাদক কারবারিকে ৪০ পিচ ইয়াবাসহ আটক করে। এসময় র‍্যাবের জিজ্ঞাসাবাদে ফয়েজ তার সহযোগী মমিনের নাম প্রকাশ করে। তার মতে মমিনের বাড়িতে ইয়াবা এবং অস্ত্রের ব্যবসা করা হয়। ফয়েজের তথ্যসূত্র ধরে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মমিনের বাড়িতে র‍্যাব অভিযান চালালে মমিন খবর পেয়ে পালিয়ে যায়। এ সময় মমিনের কক্ষ থেকে ১০ পিচ ইয়াবা,১টি শর্ট গান ও ১২বোর কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ফয়েজ বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আলাইয়াপুর গ্রামের মো. বাবুলের পুত্র এবং পলাতক মো. মমিন একই এলাকার ভাড়াটিয়া। র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মাদক এবং অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে।
আলোকিত প্রতিদিন /৫ মার্চ -২১/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here