মুজিববর্ষ উপলক্ষে রাউজানে ম্যারাথন অনুষ্ঠিত

0
351

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

শনিবার, ৬ মার্চ-২০২১, সকাল ৯:৩০ মিনিটে গহিরা সত্তারঘাট থেকে শুরু হওয়া এই ম্যারাথন বেলা ১২:৩০ মিনিটে সদরের জলিলনগর বাস স্টেশনে পৌঁছার কথা রয়েছে।
বেলুন ও পায়রা উড়িয়ে এই কমসূচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিশেষ পোশাক পরিহিত হাজারও নারী-পুরুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কমকতা জোনায়েদ কবীর সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ফারাজ করিম চৌধুরী, পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা প্রমুখ।

আলোকিত প্রতিদিন /৬ মার্চ-২১/দ.ম.দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here