প্রফেসর ইঞ্জি. আলী আশরাফের মৃত্যুতে সিভাসু উপাচার্যের শোক

0
359

প্রতিনিধি,চট্টগ্রাম :

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপ-উপাচার্য ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান নগর পরিকল্পনাবিদ প্রফেসর ইঞ্জি. এম আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

আজ রবিবার বাদ জোহর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজা শেষে তাঁর কফিনে বিশ বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এছাড়াও বেলা ১২টায় অনুষ্ঠিত শিক্ষক ও কর্মকর্তাদের এক সভায় উপাচার্য চট্টগ্রামসহ দেশের উন্নয়নে ইঞ্জিনিয়ার এম আলী আশরাফের অবদানের কথা স্মরণ করেন। এ সময় উপাচার্য বলেন, চট্টগ্রামের নগর পরিকল্পনা, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা, নদীশাসন ইত্যাদি বিষয়ে তিনি আমৃত্যু ভূমিকা রেখে গেছেন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির একজন সদস্য হিসেবে বিশ^বিদ্যালয়ের কর্মকান্ডে ইঞ্জি. এম আলী আশরাফের সার্বিক সহযোগিতার কথা উপাচার্য কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

আলোকিত প্রতিদিন /৭ মার্চ-২১/দ.ম.দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here