নোয়াখালীর গণপূর্ত বিভাগে আদিম চক্রান্তের গন্ধ ভাসছে

0
328

প্রতিনিধি, নোয়াখালী :

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সকল সরকারি অফিস আদালতে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও নোয়াখালী গণপুর্ত বিভাগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রচারিত প্রজ্ঞাপনে সরকারি সকল অফিস আদালতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনে বাধ্যাতামূলক করা হয়। সরকারি প্রজ্ঞাপন উপেক্ষা করে কেন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি এ প্রশ্নে জানতে মুঠোফোনে গণপূর্তের নির্বাহী প্রকৌশলনী কামরুল হাছানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি তার ভুল স্বীকার করেন। নোয়াখালী সরকারি সকল অফিসে ৭ই মার্চের বঙ্গবন্ধু ভাষণ প্রচারের সাথে সাথে বিভিন্ন কর্মসূচী পালন করছে, কিন্তু এক্ষেত্রে নোয়াখালী গণপূর্ত বিভাগ ব্যতিক্রম, দায়সারা গোছে কিছু মরিচ বাত্তি সাটানো হলেও কোন আলোচনা বা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা নির্বাহী প্রকৌশলীর ইচ্ছার উপর নির্ভরশীল, তার মতবাদের কারণে আমরা কোন ধরনের উদযাপনে যেতে পারিনি। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা প্রশ্নে তার মতের ভিন্নতা আছে এই নির্বাহী প্রকৌশলীর। যেখানে সকল সরকারি কর্মকর্তার ৭ই মার্চ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন তখন এই নির্বাহী প্রকৌশলী বাসায় বসে সময় কাটাচ্ছেন। এই বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান এর বক্তব্য নিতে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জাতীয় পতাকা অবমাননা উল্লেখ করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।

আলোকিত প্রতিদিন /৭ মার্চ-২১/দ.ম.দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here