প্রতিনিধি, সাভার : ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগ। ৭ মার্চ রবিবার সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে নব নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এসময় শ্রদ্ধা নিবেদন করেন সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শওকত হোসেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন আজ ৭ মার্চ,বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক দিন।এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ কন্ঠে বেজে ওঠে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই বক্তব্যে বাঙালি জাতি অনুপ্রাণিত হয়ে ততকালীন আন্দোলন,সংগ্রাম ও মুক্তিযোদ্ধে স্বাধীনতাকামী বাঙালি জাতি বিজয় অর্জন করতে সক্ষম হয়। ঐতিহাসিক একটি ভাষণ জন্ম দেয় একটি বাংলাদেশের। তিনি আরো বলেন যার জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক একটি দেশ পেতাম না। যার জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। তার বলিষ্ঠ নেতৃত্বে ও আত্নত্যাগের বিনিময় অর্জিত আমাদের এই বাংলাদেশ। সাভার উপজেলা জাতিয় শ্রমিক লীগ শ্রদ্ধাভরে শরণ করছে সেই মহান ব্যক্তিত্ব বাঙালি জাতির মুক্তির এবং স্বাধীনতা লাভের মহা নায়ক বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
আলোকিত প্রতিদিন/০৭ মার্চ ২০২১ /এম.জে