উন্নয়নশীল দেশে উত্তরণে চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে জামালপুরে আনন্দ উদযাপন

0
451

প্রতিনিধি, জামালপুর: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জামালপুর জেলা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৭ মার্চ) বিকেলে জামালপুর পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি সম্প্রচার শেষে কেক কাটা হয়।

জামালপুরের নবাগত পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক সাযযাদ আনসারী’র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি ড. মোহাম্মদ আক্কাছ উদ্দিন ভূইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেটের পুলিশ সুপার মোঃ সালাউদ্দীন খান, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, জামালপুর এনএস আই এর উপ-পরিচালক নুরুল আমিন খান, জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা প্রমুখ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সিমা রাণী সরকার, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল ইসলাম খানসহ জেলা পুলিশের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

আলোকিত প্রতিদিন/৮ মার্চ-২১/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here