কুলাউড়ার ব্রাহ্মণবাজারে অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

0
328
প্রতিনিধি, জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ গ্রামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ ) রিপা রবি দাস (২১) নামক এই অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। বিয়ের মাত্র ৬ মাসের মাথায় গৃহবধুর আত্মহত্যার ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন জানান, ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ গ্রামের শিবথলির কাঠাল গাছের সাথে রিপা রবি দাসের লাশ পরনের শাড়ী দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। সোমবার রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত রিপা রবি দাস পশ্চিম জালালাবাদ গ্রামের ফুলন রবি দাসের স্ত্রী। মাত্র ৬ মাস আগে তাদের বিয়ে হয়েছে। বিষয়টি তিনি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নির্দেশে এসআই মাসুদ আলম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসেন।
এসআই মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গৃহবধু আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম গৃহবধূ আত্মহত্যা ও লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আলোকিত প্রতিদিন/ ১০ মার্চ -২১ /এম.জে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here