তাহিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

0
357

প্রতিনিধি, তাহিরপুর: উপজেলার ২নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UDMC) আয়োজনে কারিতাস SAMORTHO (সামর্থ্য) প্রকল্পের সহায়তায় ভবানীপুর ইউনিয়ন পরিষদের মাঠে, ১০ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তটি দিবস ২০২১ খ্রী: সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে দিবসটি উদযাপন করা হয়। দিবসের মূলসুর ছিল : মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি। উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের সর্বস্তরের নারী,পুরুষের অংশগ্রহণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। দিবস উদযাপনে ১০২ জন নারী ও ৫৪ জন পুরুষ উপস্থিত ছিলেন। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিত সরকারের নেতৃত্বে র‌্যালী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আলোচনা সভা সম্পূর্ণ হয়। সভার শুরুতে মাঠ কর্মকর্তা মিঃ প্রণয় পিউরিফিকেশন জাতীয় দুর্যোগ প্রস্তটি দিবস ২০২১ খ্রী: উদযাপনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং দিবসের মূলসুরের আঙ্গিকে আলোকপাত করেন।

ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চেয়ারম্যান বিশ্বজিত সরকার দিবসের আঙ্গিকে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন কারিতাস সামর্থ্য প্রকল্পের সহায়তায় ২নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তটি দিবস ২০২১ খ্রী: উদযাপিত হচ্ছে। ইউনিয়নের জনগণের সচেতনতার লক্ষ্যে যা আমাদের প্রতি বছর পালন করা উচিত। দিবস উদযাপনের মাধ্যমে অত্র ইউনিয়নের ৪১১৮ টি পরিবার সচেতন হবে । বন্যা, খরা, কালবৈশাখী ঝড়, ইত্যাদি প্রাকৃতিক যে কোন দুর্যোগ মোকাবেলায় পরিবারে প্রস্ত্ততি গ্রহণ করে তাঁদের জীবন ও সম্পদের ঝুঁকি কমিয়ে আনবে। পরর্বতীতে আলোচনা করেন, রত্না গমেজ, বিউটি রানী তালুকদার, লিপি বেগম, গোলাম কিবরিয়া, মাহবুবুল আলম, অর্বিন্দু তালুকদার। সামর্থ্য প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মোঃ আমীর হোসেন হৃদয়, মো:সম্রাট মিয়া , মো:আক্তারুজ্জামান,গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিপাদ্যের আলোকে বক্তব্য প্রদান করেন। এবং উপস্থিত অংশগ্রহণকারীর মধ্য থেকে বক্তব্য প্রদান করেন।

আলোকিত প্রতিদিন/ ১০ মার্চ -২১ /এম.জে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here