বোয়ালমারীতে শিক্ষকের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

0
401

প্রতিনিধি, বোয়ালমারী(ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার তালতলা বাজারস্থ এলাকায় অবস্থিত গুনবহা প্রি-ক্যাডেট এন্ড মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক রেহেনা পারভিন ঝর্ণার অকাল মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ. ম. শাহাবুদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মরহুমের স্বামী মো. কুদ্দুস মোল্যা, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড . কোরবান আলী, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আকতার তপন, বোয়ালমারী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুর রহমান বিপ্লব, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আ. সামাদ খান, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন মিয়া, গুনবহা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. দাউদুজ্জামান দাউদ, আবুল বাশার বিপ্লব প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুল সিকদার, স্কুলের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান কামরুল, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন, সাংবাদিক খান মোস্তাফিজুর রহমান সুমন, দীপঙ্কর পোদ্দার অপু, মো. জাকির হোসেন, মো. রেজাউল করিম, কিশোর মাহমুদ, এমএম জামান, হাসান মাহমুদ মিলু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঈনুদ্দীন আহমেদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপাধ্যক্ষ মো.অরিফুজ্জামান আরিফ। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া (মোনাজাত) পরিচালনা করেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মো. আবুল হাসান মিয়া।

আলোকিত প্রতিদিন/ ১১ মার্চ -২১ /এম.জে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here