তাহিরপুরে এখনো চালু হয়নি কমিউনিটি ক্লিনিক

0
587
প্রতিনিধি, তাহিরপুর উপজেলা: ৭বছর অপেক্ষার পরে-ও এখন চালু হয়নি স্বাস্থ্যসেবা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা টাঙ্গুয়ার হাওর এলাকার পাটলাই নদীর পাড়ের মুজরাই কমিউনিটি ক্লিনিকে। যার ফলে প্রত্যন্ত হাওরাঞ্চলের ১২টি গ্রামের শিশু, বৃদ্ধা,গর্ভবতী নারীরা দিনের পর দিন, ভোগান্তির শিকার হচ্ছে।
জানাযায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারনে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজ দায়সারাভাবে সম্পুর্ন করায়,চরম দুর্ভোগের শিকার হন সবাই। গত তিনবছর পূর্বে ইরা(হেলথ ওয়াস প্রকল্প তাহিরপুর এর মাধ্যমে পুনরায় এ ক্লিনিকের নির্মাণ কাজ সমাপ্ত করা হলেও, চিকিৎসা সেবা চালু করার যেন কেউ নেই।এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বহুবার সংবাদ প্রকাশ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছেন না।
স্থানীয়রা জানান উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পাটলাই নদীর পাড়েই মুজরাই কমিউনিটি ক্লিনিক, এবং এ ক্লিনিকের পাঁশ দিয়েই পাটলাই নদীর বহমান,যা দিয়ে প্রতিনিয়ত আনাগুনা হয় সরকারের বিভিন্ন মহলের কর্মকর্তাগনের,আজ প্রায় ৭বছর যাবৎ কারো নজরকাড়েনি এই তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিকটি। তারা জানান বর্তমান সরকারের কড়া নজরদারি থাকা সত্যেও কমিউনিটি ক্লিনিক নির্মাণ হলেও কর্তৃপক্ষের অবহেলায় ৭বছর ধরে স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত অসহায় খেটে জনগোষ্ঠী ।
তারা জানান স্থানীয় অবহেলিত অঞ্চলের মানুষের  স্বাস্থ্যসেবার ভোগান্তি দুর করতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুজরাই গ্রামের রমেন্দ্র বর্মন নামের এক শ্রমজীবী ব্যাক্তি কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য ভূমি দান করেন।উনার দানকৃত ভূমিতে এইচ,ই,ডি(হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট)তাদের নিয়োগ প্রাপ্ত কন্ট্রাক্টরের মাধ্যমে এই ক্লিনিকের নির্মাণ কাজ শুরু করে প্রায় ৭বছর পূর্বে, বিতর্কিত ভাবে ক্লিনিকটির নির্মাণ কাজ শেষ করে,২০১৮ সালে।ফলে বৃষ্টি হলেই হলেই ক্লিনিকের ছাঁদ দিয়ে পানি পড়ে এছাড়াও নির্মাণ কাজের অন্যান্য অংশে নাজুক হওয়ায়। ২০১৯সালে ইরা(হেলথ ওয়াস)প্রকল্প তাহিরপুর এর মাধ্যমে পুনরায় কাজ সমাপ্ত করা হলেও এখন চালু হয়নি স্বাস্থ্যসেবা।
এই ক্লিনিকটিতে স্বাস্থ্যসেবা চালু না হওয়ায় টাঙ্গুয়ার হাওর পাড়ের জয়পুর, ছিলানী তাহিরপুর, ইসলামপুর,জয়পুর নতুনহাটি,গোলাবাড়ি, শ্রীয়ারগাও, মন্দিয়াতা, মইয়াজুরি, কামালপুর, মন্দিয়াতা কান্দাহাটি,ও মুজরাই সহ ১২টি গ্রামের কয়েক হাজার মানুষ স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত। বিশেষ করে এই প্রত্যন্ত হাওরাঞ্চলের গর্ভবতী মহিলারা খুববেশী দুর্ভোগে রয়েছে।
ক্লিনিকের পাশ্ববর্তী মন্দিয়াতা গ্রামের বাসিন্দা, মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজু মিয়া ক্ষোভ প্রকাশ করে  বলেন আমাদের এই প্রত্যন্ত হাওরাঞ্চলে ক্লিনিক নির্মাণ হলেও আজ চালু হয়নি স্বাস্থ্যসেবা।উনি ক্লিনিকটিতে অতিদ্রুত চিকিৎসা সেবা চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদয় দৃষ্টি কামনা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃইকবাল হোসেন এর মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য একাধিকবার  চেষ্টা করলেও উনার ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
আলোকিত প্রতিদিন/ ১২ মার্চ -২১ /এম.জে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here