চাঁদপুরে হরিনা নৌ পুলিশের অভিযানে ১১ জেলে আটক

0
350

প্রতিনিধি,চাঁদপুর: চাঁদপুরে হরিনা নৌ পুলিশ ফাঁড়ির অভিযান চালিয়ে ৫০ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও জাটকা মাছ,২ টি ইঞ্জিন চালিত নৌকা সহ ১১ জন জেলেকে আটক করেছে।

শুক্রবার সকালে চাঁদপুর হরিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসিম হোসেনের নেতৃত্বে হরিনা নৌ সীমানা মেঘনা নদীর বহরিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে জাটকা মাছ ধরার অপরাধে লক্ষীপুর মডেল ইউনিয়ন বহরিয়া, শ্রীরামপুর এলাকার বাসিন্দা ১১জন জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

নৌ পুলিশ অভিযান চালিয়ে জেলেদের আটক করার পর তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য বহরিয়া বাজারের মাছের আড়ৎদার সহ সরকারদলীয় নামধারী নেতারা নৌ পুলিশের ইনচার্জ নাসিম হোসেনের কাছে তদবির করেও ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়। এ নিয়ে নৌ পুলিশের সাথে দালালচক্রদের মোবাইল ফোনে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়।

নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে মেঘনা নদীতে জাটকা মাছ ধরায় ১১ জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে। জাটকা নিধন বন্ধে আমাদের নৌ পুলিশ বদ্ধপরিকর। এর সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। চাঁদপুর নৌ সীমানায় মেঘনা নদীতে পুলিশের টহল অভিযান দিনরাত অব্যাহত রয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১২ মার্চ -২১ /এম.জে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here