রাজশাহীতে হেরোইন-গাঁজাসহ গ্রেফতার ৩

0
412

প্রতিনিধি,রাজশাহী: 

রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ তিন জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি)পুলিশ। গতকাল বৃহস্পতিবার কাটাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূলে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ১১ মার্চ বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে আরএমপি’র কাটাখালী থানার কুখন্ডি সোনারপাড়া এলাকায় অভিযান  পরিচালনা করে। এসময় ২ কেজি গাঁজাসহ রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কুখন্ডি সোনারপাড়া গ্রামের মোঃ আঃ সাত্তারের স্ত্রী মাহমুদা খাতুন (২১) ও একই গ্রামের মৃত আঃ করিমের ছেলে জামাল উদ্দিন(৩৫)কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অন্য একটি টিম  ১১ মার্চ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কিসমত কুখন্ডি এলাকায় অভিযান চালায়। এসময় ১০৫ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ ১ ব্যক্তিকে তার অটোরিক্সাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত বোয়ালিয়া মডেল থানার হেতেম খাঁ গ্রামের মোঃ তারেকের ছেলে মোঃ সাইহানুর রহমান ওরফে জজ (৩৫)। তার এর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/ ১২ মার্চ -২১/ দ .ম.দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here