আব্দুল বাতিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাত নম্বর মাধব পুঞ্জি

0
422
 প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের বড়লেখায় আব্দুল বাতিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলায় দক্ষিণভাগ উদয়ন তরুণ সংঘের বিপক্ষে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে এফসি কম্বাইন্ড সাত নম্বর মাধবকুণ্ড পুঞ্জি।
শুক্রবার (১২ ই মার্চ) উপজেলার দক্ষিণভাগ এন সি এম উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আব্দুল বাতিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত সমাপনী খেলায় দক্ষিণভাগ উদয়ন তরুণ সংঘের বিপক্ষে (১-০) গোলে জয়লাভ করে এফসি কম্বাইন্ড সাত নম্বর মাধবকুণ্ড পুঞ্জি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ১০ নং দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেনের সঞ্চালনায় খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক ফুটবলার আমির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ১০ নং দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, খেলোয়াড় কল্যাণ সমিতির সহ-সভাপতি আল-আমিন হোসেন আলাল, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ প্রমূখ।
টুর্নামেন্টের সমাপনী খেলায় প্রথমার্ধের ২৫ মিনিটে দুর্গ সুঙর দেওয়া পাশে ফরোয়ার্ড বনিফাস্ট টালাংয়ের দুর্দান্ত শটে (১-০) গোলে এগিয়ে যায় এফসি কম্বাইন্ড। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে অবশ্য একটি পেনাল্টির সুযোগ পায় উদয়ন তরুণ সংঘ। কিন্তু এফসি কম্বাইন্ডের সুদক্ষ গোলরক্ষক পেনাল্টি শটটি নিজের গ্লাবসে বন্দী করেন। ফলে (১-০) গোলে জয় পেয়ে এফসি কম্বাইন্ড চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বনিফাস্ট তালাং।
আলোকিত প্রতিদিন / ১৩ মার্চ -২১/ দ.ম.দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here