সভাপতি খসরু, সম্পাদক কাজল

0
473

নিজস্ব প্রতিবেদক: গত বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের দুই দিনব্যাপী নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরের পর ভোট গণনা শুরু হয়। রাতে বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আবদুল মতিন খসরু। সম্পাদক পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ নির্বাচনে ১৪টি পদের মধ্যে সাদা প্যানেল পেয়েছে আটটি পদ এবং নীল প্যানেল ছয়টি পদ পেয়েছে।

নির্বাচনে দুটি সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন জালাল উদ্দীন (বিএনপি) ও মুহাম্মদ শফিক উল্ল্যাহ (আওয়ামী লীগ)। দুটি সহ-সম্পাদক পদে জয়ী হয়েছেন মাহমুদ হাসান (বিএনপি) ও ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি (আওয়ামী লীগ)। কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের ড. ইকবাল করিম।
কার্যনির্বাহী সদস্য পদে আওয়ামীপন্থী সমর্থিত সাদা প্যানেল থেকে চারজন ও বিএনপিপন্থী নীল প্যানেল থেকে তিনজন নির্বাচিত হয়েছেন।

দেশের সর্বোচ্চ আদালতের এ আইনজীবী সমিতির নির্বাচনে ভোট দেন ৫ হাজার ৬৭৬ জন। এর মধ্যে প্রথম দিন ভোট পড়ে ২ হাজার ৮২৩টি। শেষ দিন ভোট পড়ে ২ হাজার ৮৫৩টি। মোট ভোটার ছিলেন ৭ হাজার ৭২১ জন আইনজীবী। ১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে প্রার্থী হন ৫১ জন।

আলোকিত প্রতিদিন/ ১৩ মার্চ -২১ /এম.জে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here