নরসিংদীতে শতবর্ষের বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের কোন ভাস্কর্য নেই

0
740
প্রতিনিধি, (পলাশ)নরসিংদী: নরসিংদীর শতবর্ষের ঐতিহ্যবাহী পাঁচদোনা স্যার কে. জি. গুপ্ত উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের কোন ভাস্কর্য  নেই। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে,  ১৯৯০ সালে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে  এ বিদ্যালয়ে ছাএ শিক্ষকরা  প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল। অথচ পাঁচদোনা স্যার কে. জি. গুপ্ত উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের  কোন ভাস্কর্য  নেই। দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের  ভাস্কর্য  থাকলেও শতবর্ষের  স্কুল , কলেজে  মুক্তিযুদ্ধের  কোন ভাস্কর্য  নেই। প্রতিটি বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের  ভাস্কর্ষ নির্মান করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা উচিত । কারন দেশের লাখ লাখ ছাএ ছাএী আছে, যাদের জন্ম  স্বাধীনতার পর।  অনেক ছাএ ছাএী আছে যারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না, দেখেনি মুক্তিযুদ্ধ , শুধু মা বাবার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনেছে।
বিদ্যালয়ে  একটি ভাস্কর্য  থাকলে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলতে পারে। শিক্ষার্থীদের ভাস্কর্য  একাত্তরের সেই দিনগুলোর কথা  মনে করিয়ে দিবে। শিশু বয়স থেকে বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য দেখলে শিশুদের মনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হবে।
পাঁচদোনা স্যার কে.জি. গুপ্ত উচ্চ বিদ্যালয় ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার ৪৯ বছরে  শত বছরের এ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের  কোন ভাস্কর্য নির্মান করা হয়নি।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ জানান,   মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে  মুজিববর্ষে দেশের প্রতিটি  বিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মানের প্রয়োজন বলে আমি মনে করি।
নরসিংদী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও পাঁচদোনা স্যার কে. জি. গুপ্ত উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি  আলহাজ্ব কফিল উদ্দিন ভূইয়া বলেন, আমি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের দাবি করছি।
ছাএ ছাএীরা শিক্ষা গ্রহন করতে এসে যদি বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য না দেখতে পায় তবে আমাদের  জন্য সত্যিই দুঃখজনক।
আলোকিত প্রতিদিন/ ১৩ মার্চ -২১ /এম.জে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here