প্রতিনিধি, সাভার:
আমরাই বন্ধু,বসন্তের রঙে রঙে মেতে উঠুক মিলন মেলা-২০২১। নাচ-গান, হৈ হুল্লোড়সহ বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নানা আয়োজনে সাভার মডেল কলেজের ৭নং ব্যাচ এইচ.এস.সি ২০০২-২০০৪ এর মানবিক বিভাগের বার্ষিক মিলনমেলা ২০২১ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী গাজীপুরের নন্দন পার্কে এ মিলনমেলার আয়োজন করা হয়। সকালে কেক কেটে দিনের কার্যক্রম শুরু হয়। পরে বন্ধুদের আড্ডা, পার্ক পরিদর্শন, নাচ-গান, বিভিন্ন রাইড সম্পূর্ণ করে দুপুরের খাবার দেয়া হয়। পরে আবার বন্ধুদের আড্ডা, বিকেলের নাস্তা, এরপর উপহার প্রদান করার মাধ্যমে সকলের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে অভ্যর্থনায় ছিলেন বন্ধু মহলের সদস্য আব্দুস সালাম, শরীফ সাজ্জাদ সালমান, আপেল মাহমুদ। পার্কে প্রবেশের টিকিট এবং খাবারের বিষয়ে দায়িত্ব পালন করেন আব্দুর রব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহাবুবুর রহমান।উপহার প্রদানে সহযোগীতা করেন আব্দুস সালাম। পার্কের ভিতরে সকল ধরনের সহযোগিতা এবং সমাপনী শুভেচ্ছা বিনিময় করেন সোহেল আহমেদ বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন বন্ধু মহলের সদস্য আমির সোহেল, হাবিব, খোকন, শারমিন সুমি, মৌ,আব্দুর রউফ, শামীম, আক্তার, আলী হোসেন, শফিক মোল্লা, হীরা খান, রুমি, আঃ মতিন,আলি দেওয়ান, শিউলি, হাসি, তমা,
আমান, আজাহার, রুবিনা সহ আরো অনেকে।
আলোকিত প্রতিদিন/ ১৩ মার্চ-২১/ দ.ম.দ