প্রতিনিধি,সাভার:
সাভারে শরিফুল মোল্ল্যা (৩২) নামে এক পোশাক শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
শনিবার (১৩ মার্চ) সকালে সাভারের তেঁতুঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার নগরচর মহল্লার আতোয়ার রহমানের মালিকাধীন বাড়ি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ । নিহত শরিফুল রাজশাহী জেলার বাঘা থানার দাতপুর গ্রামের আজগর মোল্ল্যার ছেলে । সে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় গোল্ডেন স্টিচ নামক পোশাক কারখানায় অপারেটর পদে কর্মরত ছিলেন ।
স্থানীয়রা জানান, শরিফুল রাতের খাবার শেষে তার স্ত্রী সূর্য খাতুন নিয়ে ঘুমাতে যায়। এরপরে সকালে ওই দম্পতিদের ঘরে আগুন লাগে । সেই আগুনের দগ্ধ হন শরিফুল । তবে তার স্ত্রী অক্ষত অবস্থায় জীবিত রয়েছেন । এনিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহের জটলা সৃষ্টি হয়েছে ।
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
আলোকিত প্রতিদিন/ ১৩ মার্চ-২১/ দ.ম.দ