প্রতিনিধি, কক্সবাজার:
মীরসরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে চোরাকৃত মোবাইল সহ চোর চক্রের ৭ আসামীকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ।
১২ মার্চ ( শুক্রবার) ১০ টায় মোবাইল ট্রাকিং এর মাধ্যমে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে ধৃত আসামী সহ চোরাই চক্রের ১৪ টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার সাব – ইন্সপেক্টর চৌকস অফিসার রাজীব চন্দ্র পোদ্দার ।
এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার এসআই রাজীব চন্দ্র পোদ্দার বলেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম বার এর নির্দেশনায় মীরসরাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)কামাল উদ্দিনের তত্বাবধানে, এসআই বোরহান উদ্দিন,এসআই শওকত,এসআই মাকসুদ, এ এসআই শিমুল পারভেজ সহ সঙ্গীয় ফোর্স মোবাইল ট্রাকিং এ নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে প্রথমে মীরসরাই পৌর সদর পোস্ট অফিসের সামনে থেকে চোরাইকৃত মোবাইল সহ চোর চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশ। পরর্বতীতে আটক কৃতদের থেকে স্বীকারোক্তি মূলক তথ্য অনুসারে মীরসরাই পৌরসদর থেকে চোরাই মোবাইল সহ আরো কয়েকজনকে আটক করে পুলিশ
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মোবাইল সেটগুলো মীরসরাই ও সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে চুরি করে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
মীরসরাই থানার (তদন্ত) ওসি কামাল উদ্দিন জানান, অপরাধ নির্মূলে মীরসরাই থানা সজাগ রয়েছে। তথ্য মোতাবেক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রাত্যহিক অভিযান পরিচালনা করা হবে। মাদক নির্মূল, অস্ত্র উদ্ধার, এবং সর্বোপরি মীরসরাই থানাকে নিরাপত্তার চাদরে আচ্ছাদিত সহ মডেল থানা রুপান্তরে যাবতীয় কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। প্রকৃত মালিকদের নিকট চোরাইকৃত মোবাইল সেট ফেরত দেওয়া হবে । ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ আদালতে সোপর্দ করা হবে।
আলোকিত প্রতিদিন/ ১৩ মার্চ-২১/ দ.ম.দ