প্রতিনিধি, রাজশাহী:
করোনা মোকাবেলায় মাস্ক পরা নিশ্চিত করতে রাজশাহীতে অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার(১৫ মার্চ) দুপুরে সাহেব বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সারেজমিনে দেখা যায় যে, আর্থিক সঙ্গতি নেই এমন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এর পাশাপাশি আর্থিক সঙ্গতিসম্পন্ন কিন্তু অসচেতন এমন মানুষকে মাস্ক না পরার অপরাধে জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে যে, নগরীতে দিনে ৪টি স্থানে ও উপজেলা গুলোতে ১টি স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।
আলোকিত প্রতিদিন/১৫ মার্চ-২১/ দ ম দ