বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ইবির নানা আয়োজন

0
375

নিজস্ব প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। আগামীকাল বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবন চত্বরে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

এরপর ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন তিনি। এসময় তার সাথে থাকবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। সম্মানিত অতিথি থাকবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। সভাপতিত্ব করবেন ১৭ মার্চ উদযাপন উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হবে। এদিকে বিকেল ৩টায় ভিসি প্রফেসর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ওয়েবিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি থাকবেন  ইসলামী  বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী। সম্মানিত অতিথি থাকবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন দিবসটির উদযাপন উপ-কমিটি-২০২১ এর আহবায়ক প্রফেসর ড. আনোয়ার হোসেন। ওয়েবিনার সঞ্চালনা করবেন ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোস্তাফিজুর রহমান। উল্লেখ্য, আগামীকাল ১৭ মার্চ সকাল ৯ টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কুষ্টিয়া থেকে ৬টি, ঝিনাইদহ থেকে ৩টি এবং শৈলকুপা থেকে ১ টি বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে স্ব স্ব রুটে ছেড়ে আসবে। অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ছেড়ে যাবে।

আলোকিত প্রতিদিন/ ১৬ মার্চ-২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here