প্রতিনিধি, জামালপুর:
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৭ মার্চ সকালে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে জামালপুর জেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মোর্শেদা জামান, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
এ উপলক্ষে জামালপুর জেলা পরিষদের উদ্যোগে ১০১ পাউন্ড ওজনের কেক কাটা হয়। পরে শিশুদের মাঝে কেক বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোকিত প্রতিদিন/ ১৭ মার্চ-২১/ দ ম দ