নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে মৎস্য-খাত, পররাষ্ট্র সংক্রান্ত ও সংস্কৃতি বিনিময়সহ চারটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে দুপুর পৌনে ১টায় প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে টাইগার গেটে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা ও ইব্রাহিম মোহাম্মদ সলিহ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে তিন দিনের সফরে বাংলাদেশ এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। বুধবার (১৭ মার্চ) সকালে তিনি তার স্ত্রী মালদ্বীপের ফার্স্ট লেডি ফাজনা আহমেদসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আলোকিত প্রতিদিন/ ১৮ মার্চ -২১ /এম.জে