স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘খেয়া সম্মাননা’ পাচ্ছেন ১২ গুণীব্যক্তি ও প্রতিষ্ঠান

0
413

:: সাদ্দাম সোহান, ফরিদপুর ::
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনলাইন ভিত্তিক সাহিত্য সংগঠন ‘সাহিত্যের খেয়াঘাট’ দেশের ১২ গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘খেয়া সম্মাননা’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আগামী ১৯ মার্চ (শুক্রবার) ফরিদপুরের ধলার মোড়স্থ পদ্মার চরের অহনা রিসোর্টে জাতীয় সাহিত্য উৎসবের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হবে। এ উৎসবের শুভ উদ্বোধন করবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন বিশিষ্ট গবেষক ও কবি ড. সন্দীপক মল্লিক। প্রধান অতিথি হিসাবেও উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকার।

এবার যারা ‘খেয়া সম্মাননা’ পাচ্ছেন- ১. শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, ২. কবিতায় সৈয়দ আল ফারুক, ৩. শিশু সংগঠক হিসেবে স ম শামসুল আলম, ৪. সামাজিক ও মানবিক তৎপরতায় অধ্যাপক মুহাম্মদ আব্দুস সামাদ, ৫. অণুকাব্য ও রুবাইয়্যাতে মোহাম্মদ আলী চৌধুরী, ৬. বিশ্বের প্রথম ভার্চুয়াল ছড়া উৎসব আয়োজনে নূরুজ্জামান ফিরোজ, ৭. মানবিক কার্যক্রমে আলিম আল রাজী-আজাদ, ৮. ভ্রাম্যমাণ বই মেলায় সাহেদ বিপ্লব, ৯. নারী উদ্যোক্তা শাহনাজ পারভীন, ১০. সাহিত্য সংগঠক সাইফুদ্দিন সাইফুল, ১১. ব্লাড ডোনার্স ক্লাব প্রতিষ্ঠা করায় সোনিয়া আক্তার স্মৃতি ও ১২. শিশুবিকাশ কেন্দ্র রাজবাড়ী।

স্বাধীনতার ৫০ উপলক্ষে সুবর্ণ সংখ্যা ৫০কে প্রাধান্য দিয়ে ‘সাহিত্যের খেয়াঘাট’ উৎসবের সকল ইভেন্ট ৫০সংখ্যায় বিভাজিত করে ৫০ শিশুর সাংস্কৃতিক পরিবেশনা, ৫০ জেলার কবি সাহিত্যিক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে ৫০টি পতাকা উত্তোলন, ৫০জন ব্লাড ডোনারের রক্তদান, ৫০টি চিত্র প্রদর্শনী ও ৫০ প্রকারের খাবার পরিবেশনের মাধ্যমে এক ব্যতিক্রম উৎসবের কর্মসূচী গ্রহণ করেছে।

এ উৎসবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কবি অর্ণব আশিক, আবু কাজী, আহমেদ জসিম, আহমেদ জহুর, হাসান টুটুল, লিয়াকত নাজির, পাশা খন্দকার, সোহেল মল্লিক, শওকত রহমান ও ইউসুফ রেজা।

আলোকিত প্রতিদিন/১৮ মার্চ-২০২১/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here