প্রতিনিধি, রাজবাড়ী:
গোয়ালন্দে চলচ্চিত্র নায়িকা রোজিনার বাড়ীর সামনের রাস্তায় পদ্মার মোড় সড়কে গত শুক্রবার ২৯ শে মার্চ রাত ৮.৩০ মিনিটে সন্ত্রাসীদের অতর্কীত হামলায় চালায় ০১ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের উপরে। জানা গেছে ঢাকা জগনাথ বিশ্ববিদ্যালয়ে সাবেক ক্রিয়া সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সহ-সভাপতি তার উপরে অতর্কীত হামলার প্রতিবাদ ও মানব বন্ধন কর্মসূচি পালন হয়েছে গত সোমবার বেলা ১১.০০ ঘটিকায়। সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও এবং সন্ত্রসীদের আস্তানা পুড়িয়ে দাও এই স্লোগান দেন মানব বন্ধনে সকল শ্রেনীর মানুষ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার মহাসড়কে। আব্দুর রহমান মন্ডল বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছে। সন্ত্রাসী হামলার পর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রহমান মন্ডলকে আহত অবস্থায় ধান ক্ষেত থেকে উদ্ধার করে।
আলোকিত প্রতিদিন/ ২২ মার্চ-২১/ দ ম দ