আন্তর্জাতিক ডেস্ক: স্থানীয় সময় সোমবার বিকাল পৌনে পাঁচটায় যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডার শহরে কিং সুপারস্টার গ্রসারি শপে এ হামলার ঘটনাঘটে। বন্দুকের গুলির আওয়াজে কেঁপে ওঠে চারপাশ। প্রত্যক্ষদর্শীরা জানান, এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে সুপারস্টোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ কেউ জানালা ভেঙে বেরিয়ে আসতে পারলেও ভেতরে আটকা পড়েন অনেকে। জরুরী নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘিরে ফেলে সুপার-শপটি পুলিশের পাশাপাশি কয়েকটি হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিরাপত্তা বাহিনীর বিশেষ শাখা সোয়াত টিম। দীর্ঘ চেষ্টার পর গুলি চালিয়ে আটক করা হয় হামলাকারীকে ।মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের বড় ধরনের হামলার ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রে। এর আগে গেল সপ্তাহে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় স্পা সেন্টারে হামলা চালায় এক শ্বেতাঙ্গ উগ্রবাদী প্রাণ হারান অন্তত আটজন ওই হামলার রেশ কাটতে না কাটতেই আবার রক্ত ঝরল যুক্তরাষ্ট্রের।
আলোকিত প্রতিদিন/ ২৩ মার্চ -২১ /এম.জে