আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মিয়ানমারে রক্তগঙ্গা ঠেকাতে ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান : ক্রিস্টিন শানার বার্গেন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মিয়ানমারের বর্তমান পরিস্থিতি যে কোনো সময় ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শানার বার্গেন। সম্ভাব্য এই বিপর্যয় ঠেকাতে নিরাপত্তা পরিষদকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোর সঙ্গে এক বৈঠকে ক্রিস্টিন শানার বার্গেন বলেন, ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করা মিয়ানমারের সেনাবাহিনী দেশ চালাতে সক্ষম নয়; যে কারণে দেশটির পরিস্থিতি দিন দিন আরও খারাপ হবে বলেও সতর্ক করেছেন তিনি।

ক্রিস্টিন বলেন, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর দমন–পীড়ন তীব্র হওয়ায় মিয়ানমারে একটি রক্তগঙ্গা আসন্ন হয়ে উঠেছে।

মিয়ানমারে কারাবন্দিদের সহায়তাদানকারী সংস্থা অ্যাসিস্টান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) ও স্থানীয় বিভিন্ন মিডিয়াসূত্রে জানা গেছে, এ পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।

- Advertisement -

আলোকিত প্রতিদিন

০১/০৪/২০২১  সা হা

- Advertisement -
- Advertisement -