নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে আলেম ওলামাদের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনা।
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বৃহস্পতিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন ২৬ মার্চের নাশকতাকারীদের খুঁজে বের করা সরকারের দায়িত্ব কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার আগে সারাদেশে আলেম-ওলামা, মাদরাসার ছাত্র, শিক্ষকদের হয়রানি বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন সারা দেশে পুলিশ, বিজিবি ও দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও মিথ্যা মামলা পরিহার করার জোর দাবি জানাচ্ছি।
আলোকিত প্রতিদিন
০১/০৪/২০২১ সা হা