কবি সৈয়দ রনো’র হৃদয়ে ঝংকার তোলা কবিতা: ‘আমি’

0
569

আমি
সৈয়দ রনো

আমি সন্দেহ করি মনদেহ গড়ি
চেতনায় আমি উল্কা
আপন আলোতে খারাপ ভালোতে
প্রেয়সীর চোখে পলকা।

আমি দুখের স্মৃতিতে চেতনা-প্রীতিতে
দানব রাজের হুংকার
আকাশের আমি অন্তর্যামী
সাম্য সুখের ঝংকার।

আমি কাব্যসুধা ছন্দক্ষুধা
হীরক রাজের গল্প
দুঃখ ভুলিতে জীবন ঝুলিতে
সুখ পেয়েছি অল্প।

আমি দুখিনীর সুখে কামিনীর বুকে
এঁকে দেই আল্পনা
আমি শিক্ষা গুরুর জীবন শুরুর
মানবিক কল্পনা।

আমি অন্ধকারে জীবনপাড়ে
সন্ধ্যা তারার হাসি
আমি মানবিকতার হয়েছি অবতার
ভাব নগরে ভাসি।

আমি রক্তগঙ্গায় লিখেছি সংজ্ঞায়
বেদনায় ফাটে বুক
দুঃখ সয়েছি মানুষ হয়েছি
এই তো আমার সুখ।

আমি স্বপ্ন দেখেছি তাইতো পেয়েছি
মাতৃতুল্য দেশ
আমি বঙ্গ মাটির শক্ত ঘাটির
শত্রু করেছি শেষ।

আমি বেদনার ফুল জীবনের ভুল
শুধরে নিয়েছি সব
আমি ভুলে যেতে চাই বিদ্বেষ নাই
আঘাতে করি না রব।

আমি শ্রাবণের মেঘ কামনার বেগ
বৃষ্টি রঙিন পানি
আমি পাপপুণ্য স্বর্গ নরক
নিজের ভেতর জানি।

আমি মিথ্যা মানি না কিচ্ছু জানি না
জেনেছি সত্য বলা
আমি হাজার ভুলে নোঙর তুলে
জীবনের পথ চলা।

আমি দেখেছি তাইতো লিখেছি
ভণ্ড লোকের ক্ষয়
নিজের আলোতে হাজার ভালোতে
মনবতার হোক জয়।

আমি দুখিনী আকাশ ভোরের বাতাস
আলপথে হাঁটা কবি
আমি ব্যাথা ভুলিতে রং তুলিতে
বিশ্বালয়ের ছবি।

আমি নজরুল রবি ঠাকুরের
আলোকিত সেই মুখ
বাংলা আমার প্রেরণার ঘর
মাতৃছায়ার সুখ।

আমি ভাসবো জলে পরাজয় হলে
হাসবো দুখের দিনে
আমি এই পৃথিবীর সবটুকু সুখ
নিলামে ওঠেছে ঋণে।

আমি উদিত হয়েছি বোঝা বয়েছি
জন্মে আমি চাষি
বর্গা জমিনে ফসল ফলেছে
বিধাতার মুখে হাসি।

 

আলোকিত প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here