বিশেষ প্রতিনিধি : সরকারী নির্দেশনায় লকডাইন বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাজধানীর শাহবাগ মোড়ে বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান পরিচালনা করছেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে দেখা যায়, মানুষ বিনা কারণে রাস্তায় ঘোরাঘুরি করছে। এ কারণে তাদের জরিমানা করে সচেতন করা হচ্ছে। এতে করে বিনা কারণে মানুষ রাস্তায় ঘোরাঘুরি বন্ধ করবে।
তিনি বলেন, সরকারের নির্দেশনাগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নিচ্ছে। লকডাউনে যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছে তাদের সচেতন করা হচ্ছে। বেলা ১২টা চলা অভিযানে মাস্ক না পরায় কয়েক জনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি মাস্ক বিতরণ করেন বলেও তিনি জানান।
আলোকিত প্রতিদিন / ০৫/০৪/২০২১ / সা হা