অনলাইন ডেস্ক : করোনা সংক্রমণ যেন থামছে না, বেড়েই চলছে। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। যা দৈনিক করোনা শনাক্তে বিশ্বে রেকর্ড। এই আক্রান্তের বড় অংশ মহারাষ্ট্রে। প্রদেশটিতে রোববার ৫৭ হাজার ৭৪ জন আক্রান্ত হয়েছে। রোববার (৪ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে শনিবার (৩ এপ্রিল) ৫০০ জন মারা গেছেন। চার মাস পর করোনায় আক্রান্ত হয়ে এতো বেশি লোক মারা গেলেন। গত ২ এপ্রিল দেশটি ৮৯ হাজার লোকের করোনা শনাক্ত হয়।
চলতি সপ্তাহে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৮ হাজার ৬২৫ জন। গত বছরের ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহের সর্বোচ্চ সংক্রমণের পর এটি দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক সংক্রমণের রেকর্ড।
আলোকিত প্রতিদিন / ০৫/ ০৪/ ২০২১ / সা হা