আজ শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

উপজাতীয় সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ নিরীহ বাঙালী

আরো খবর

প্রতিনিধি, খাগড়াছড়ি:

পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি শুকনাছড়ির ইসলামপুর এলাকার নিরীহ মানুষ তাদের নিজেদের ফসলী জমিতে কাজ করতে গেলে ইউপিডিএফ এর উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা নিরীহ বাঙালীদের উপর আক্রমণ করে নির্মমভাবে আহত করে বেশ কয়েকজনকে। এই সময় তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে এবং শত শত রাউন্ড বেপরোয়া গুলি ছোঁড়ে, এই সময় মনির হোসেন (পিতা সুরুজ মিয়া) নামে একজন গুলিবিদ্ধ হয়েছে এবং রিপন মিয়া, শহীদ মিয়া, ধনু মিয়া, আলমগীর, মামুন, সালমান, হৃদয়, শাহীন, ইউনুস, ইব্রাহিম,তালেব, সালাহউদ্দিন সহ ২৬ জন আহত হয়। উক্ত ঘটনায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ আলহাজ্ব আলকাছ আল মামুন ভূঁইয়া, মহাসচিব ও সাবেক মেয়র মোঃ আলমগীর কবির এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিঃ শাহাদাৎ ফরাজি সাকিব, সেক্রেটারি আসাদুল্লাহ আসাদ, মহিলা পরিষদের কেন্দ্রীয় সভানেত্রী সালমা আহমেদ মৌ এবং সাধারণ সম্পাদিকা, আলীকদম উপজেলা পরিষদের মহিলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আকতার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও ঐ স্থানে দ্রুত সেনাবাহিনী ক্যাম্প স্হাপনের জন্য নেতৃবৃন্দ – প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। ‘ এছাড়াও উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন – পিসিএনপি – পিসিসিপি ও পিসিএমপি।

 

আলোকিত প্রতিদিন/ ৬ এপ্রিল, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -