মদ্যপ মাতালের মারধরের স্বীকার ট্রলি চালক

0
293

প্রতিনিধি,ময়মনসিংহ:

ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রলি গাড়ীর ভাড়া আনতে গিয়ে আল-আমিন (২২) নামের ট্রলি চালককে মদ পান করে মাতালবস্থায় মারধর করার অভিযোগ উঠেছে কিতেশ মেম্বার ও বাবু গারোর বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের ভুট্টা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, কয়েকদিন পূর্বে পূর্ববহুলী গ্রামের কাট ব্যবসায়ী নজরুল ইসলামের ট্রলি গাড়ি চালক আল-আমিন ভুট্টা গ্রামের মহিলা ইউপি সদস্যা রিতা দিওর বাড়িতে ইটের সুরকি ভাড়া নিয়ে যায়। রবিবার সন্ধ্যা রাতে ইউপি সদস্যা রিতা দিও’র কাছ থেকে ভাড়া আনতে গেলে ভুট্টা গ্রামের কিতেশ মেম্বার ও বাবু গারো নামে দুই আদিবাসী মদ পান করে মাতালবস্থায় ট্রলি গাড়ী চালক আল-আমিন’কে রিতা দিও’র বাড়ি সংলগ্ন রাস্তায় এলোপাথাড়ি মারধর করে। পরে ইউপি সদস্যা রিতা দিও’র স্বামী ট্রলি চালককে উদ্ধার করে আহত অবস্থায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এব্যাপারে ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে তবে এখনো কোন মামলা হয়নি বলে জানান মহিলা ইউপি সদস্য।

আলোকিত প্রতিদিন/ ৬ এপ্রিল, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here