রোগে মৃত গরু নিয়ে থানায় অভিযোগ

0
398

প্রতিনিধি, ফরিদপুর:

ফরিদপুর জেলার নগরকান্দা থানার তালমা ইউনিয়নের বিলনালীয়ায় গত ৫ এপ্রিল এ্যানথ্রাক্স রোগে মারা যাওয়া একটি লাল রঙের গাভীকে পার্শ্ববর্তী বাসিন্দা বাদল দেওয়ানের দেয়া বিষে গরু মারা গেছে বলে অভিযোগ এনে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। সরেজমিনে এ বিষয়ে সাংবাদিকরা গেলে ঘটনাটি ষড়যন্ত্র বলেই প্রমাণিত হয়। এ বিষয়ে সাংবাদিকরা কথা বলে পশু চিকিৎসক মোঃ খলিলুর রহমান খলিল, পল্লী প্রানী চিকিৎসক, ফরিদপুর প্রানী সম্পদ অধিদপ্তর, তালমার মোড়, ফরিদপুর । তিনি গরুটি অসুস্থ হওয়ার পর চিকিৎসা দিতে গিয়েছিলেন। সেখানে গরুটি চিৎ হয়ে পড়ে ছিলো। গরুর পেটে ফুলে গিয়েছিলো এবং পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছিলো। এ ধরনের সমস্যা হয় মূলত এক ধরনের ভাইরাসের কারণে যার নাম এ্যানথ্রাক্স। এ রোগ হলে গরুকে বাঁচানো যায় না।এ বিষয়ে কথা হয় নগরকান্দা থানার তদন্ত কর্মকর্তা এস আই গোলাম কিবরিয়ার সাথে তিনি সাংবাদিকদের জানান, আমি ঘটনাস্থলে এসেছি তদন্ত করতে কিন্তু ঘটনাটি মিথ্য এবং ভিত্তিহীন। তিনি আরো বলেন ,আমি এ বিষয়ে গরুটিকে যিনি চিকিৎসা করিয়েছে তার সাথেও কথা বলেছি ডাক্তারও বলেছে একটি রোগে গরুর স্বাভাবিক মৃত্যু হয়েছে।এ বিষয়ে বিলনালীয়ার স্থানীয় অধিবাসী অনেকেই সাংবাদিকদের বলেন , রোগে আক্রান্ত হয়ে গরুটি মারা গেছে কিন্তু পূর্ব শত্রুতার কারণে বাবুল বিশ্বাস একই এলাকার বাসিন্দা বাদল দেওয়ানকে হয়রানি করতে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

 

আলোকিত প্রতিদিন/ ৫ এপ্রিল, ২০২১/ দ ম দ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here