বিশেষ প্রতিনিধি : ১২ এপ্রিল শেষ হচ্ছে এবারের বই মেলা। নির্ধারিত সময়ের দুই দিন আগেই শেষ হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শনিবার (১০ এপ্রিল) দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য জানান ৷
করোনা মহামারির কারণে ফেব্রুয়ারির পরিবর্তে বই মেলা শুরু হয় ১৮ মার্চ। এই মেলা চলার কথা ছিল ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। শুরু হওয়ার পরও করোনার সংক্রমণ বাড়তে থাকায় ১ এপ্রিল থেকে মেলা বিকেল ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলার সিদ্ধান্ত হয় ৷
৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করা হলেও বন্ধ হয়নি বইমেলা। প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলছে। বইমেলা খোলা থাকলেও লকডাউনের কারণে বই প্রেমিদের তেমন সমাগম ছিল না। যার কারণে হতাশ প্রকাশকরা। এবার মোটা অঙ্কের টাকা লোকসান গুনতে হচ্ছে প্রকাশকদের।
আলোকিত প্রতিদিন / ১০ এপ্রিল ২০২১ / সা হা