অনলাইন ডেস্ক : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান আর নেই। শনিবার (১৭ এপ্রিল) উত্তরার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের এক কর্মকর্তা জানান, ড. তারেক শামসুর রেহমান বাসাতে একাই ছিলেন। আজ অনেক বেলা পর্যন্ত বাসার দরজা বন্ধ থাকায় বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তারেক শামসুর রেহমানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
আলোকিত প্রতিদিন / ১৭ এপ্রিল ২০২১ / সা হা