প্রতিনিধি, ঈশ্বরদী:
পাবনার ঈশ্বরদী থানা এললাকাকে একটি পরিচ্ছন্ন শান্তিপূর্ণ, মাদকমুক্ত এলাকা গড়ার লক্ষে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন ঈশ্বরদী থানার অফিসার ইনর্চাজ মো: আসাদুজ্জামান। অফিসের ফাকে যখনই সময় পান তখনই ছুটে যান থানার বিভিন্নন প্রত্যেন্ত অঞ্চলে। খোঁজ নেন এলাকার মানুষের। মাদকের বিরুদ্ধে করেন শান্তিপূণ কাউন্সিল। সমাজের বিভিন্ন অপকর্ম রোধে গড়ে তুলছেন জনসচেতনতা । তিনি বলেন, ভয় নয় ভালোবাসা দিয়েও অপরাধ নির্মূল করা সম্ভব। আপনাদের সহযোগিতা পেলে আমি এমন একটা সমাজ আপনাদের উপহার দিতে চাই, যে সমাজে রাতে আপনারা দরজা খুলে ঘুমাতে পারেন। চোর ডাকাতের কোন ভয় থাকবে না । তবে ওসি মোঃ আসাদুজ্জামান, ঈশ্বরদী থানায় যোগদানের পর থেকেই ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। সততা ও পবিত্রতার সাথে পালন করে আসছেন তার উপর অর্পিত দায়িত্ব। তিনি বলেন, ভিক্ষুক আর ধনী আমার কাছে কোন ভেদাভেদ নেই। আইন সবার জন্য সমান। যে কোন প্রয়োজনে আপনারা সব সময় ঈশ্বরদী থানা পুলিশকে পাশে পাবেন এতোটুকু আশ্বাস আমি আপনাদের দিতে পারি। তিনি আরও বলেন, থানায় মামলা বা জিডি করতে পয়সা লাগে এটা আর ঈশ্বরদী বাসী মনে করেন না। যে কোন ব্যক্তি নিজেই থানায় গিয়ে জিডি ও মামলা করতে পারেন। এজন্য কোন দালাল ধরতে হয় না।
আলোকিত প্রতিদিন / ২৪ এপ্রিল, ২০২১ / দ ম দ