প্রতিনিধি, মানিকগঞ্জ:
শনিবার অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর থানাধীন দেড়গ্রাম থেকে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৪ মানিকগঞ্জ। মাদক ব্যবসায়ীর মো: জিন্নাহ (৬০) মৃত কিয়াজ উদ্দিন এর ছেলে, তিনি মানিকগঞ্জ সদর উপজেলার দেড়গ্রাম এলাকার বাসিন্দা । এ ব্যাপারে র্যাব-৪ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার সিনিয়ার সহকারী পুলিশ সুপার উনু মং জানান বিশেষ অভিযানের মাধ্যমে আসামিকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি আরো জানান সকল প্রকার অপরাধ দমনে র্যাব-৪ মানিকগঞ্জ সব সময় নিয়োজিত থাকবেন।
আলোকিত প্রতিদিন / ২৪ এপ্রিল, ২০২১ / দ ম দ