পটুয়াখালীতে বাস-মিনিবাস শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ

0
304

প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীতে করোনা ভাইরাসের প্রার্দুভাবে জেলায় বাস চলাচল বন্ধ থাকায় বাস- মিনিবাস শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল দশটায় এ্যাড. কাজী আবুল কাসেম স্টেডিয়ামে এ খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এ সময় পাঁচ শতাধিক শ্রমিকদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ লিটার তৈল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, আধা কেজি ছোলা, আধাকেজি মুড়ি ও ১টি লক্স সাবান বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের এমপি কাজী কানিজ সুলতানা হেলেন। জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে সবাইকে মাস্ক ব্যবহার ও সাবান বা হ্যান্ডসেনিটাইজার দিয়ে বারবার হাত পরিষ্কার করতে হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, বাস মিনিবাস মালিক সমিতির রফিকুল ইসলাম বাদশা, পটুয়াখালী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রনি মৃধাসহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোকিত প্রতিদিন / ২৬ এপ্রিল, ২০২১ /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here