একটি অ্যাম্বুল্যান্সে ২২টি কোভিড রোগীর দেহ

0
354

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হাসপাতালের মর্গে লাশ রাখা যাচ্ছে না। অ্যাম্বুল্যান্সে কোভিডে মৃতদের দেহ  নিয়ে যাওয়া হচ্ছে সৎকারের জন্য। জায়গা হচ্ছে না, তবু গাদাগাদি করেই একটি অ্যাম্বুল্যান্সে তোলা হয়েছে ২২টি মৃত দেহ। একটির উপর একাধিক বস্তাবন্দি মৃত দেহ চাপানো রয়েছে সেই অ্যাম্বুল্যান্সে। এই ভয়াবহ চিত্র দেখা গিয়েছে মহারাষ্ট্রের বীড জেলার অম্বেজোগাইয়ে।

উল্লেখ্য,  ভারতে  দৈনিক সাড়ে ৩ লাখ এরও বেশি  করোনা রোগী শনাক্ত হচ্ছে। একই সময়ে মারা যাচ্ছে ২ হাজারেও উপরে। দেশটিতে করোনার মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জন। করোনার বৈশ্বিক সংক্রমণ তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয় আর মৃত্যুতে চতুর্থ।

আলোকিত প্রতিদিন / সা হা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here