বাউফলে দেশীয় পাইপগান ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

0
327

প্রতিনিধি, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফলে একটি দেশীয় পাইপ গান ও ৭ পিচ ইয়াবাসহ মো: ফোরকান হাওলাদার (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বগা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বানাজোড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ফোরকান হাওলাদার বগা ইউনিয়নের কাজল হাওলাদারের ছেলে। বাউফল থানার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান বলেন, জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম (বার) এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে বগা ইউনিয়নের বানাজোড়া গ্রাম থেকে একটি দেশীয় পাইপগান ও ৭ পিচ ইয়াবাসহ ফোরকান হাওলাদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এসময় তিনি আরো বলেন, আসামি ফোরকান হাওলাদারের নামে চাঁদাবাজি, মাদক, মারামারিসহ আরো ৫ মামলা রয়েছে।

আলোকিত প্রতিদিন / ২৭ এপ্রিল, ২০২১ /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here