মোংলায় ছেলের হাতে মা খুন

0
345

প্রতিনিধি, মোংলা:

মোংলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে মা খুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে তিনটায় হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে মোংলা পৌর শহরের খোসের ডাঙ্গা এলাকায়। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলেসহ তার স্ত্রীকে আটক করেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায় বেশ কিছুদিন ধরেই তাদের পারিবারিক কলহ চলছে এ নিয়ে এলাকায় অনেকবার সালিশ মীমাংসা করা হলেও কোন সুরাহা আসেনি, আজ দুপুরে ছেলে ও মায়ের ভিতর কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে সুব্রত রায় (৪৫) তার হাতে থাকা কোঁদাল দিয়ে তার মা শৈবালিনী রায়ের (৬০) মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ছেলে সুব্রত রায় ও তার স্ত্রী সুচিত্রা রায় (৩০) কে আটক করেছে পুলিশ।

আলোকিত প্রতিদিন / ২৭ এপ্রিল, ২০২১ /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here