প্রতিনিধি, পঞ্চগড় :
পঞ্চগড়ে অনলাইন ভিত্তিক এ্যাপস ব্যাবহার করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটকে কেন্দ্র করে চলছে জুয়ার আসর। শুরু হয়েছে ভারতে আইপিএল খেলা আর এ সুযোগে পঞ্চগড়ে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ডিলার পয়েন্ট। ডিলারদের কাছে উঠতি বয়সের তরুণ যুবকরা রাতে ভিড় জমাচ্ছে । ধরছে বাজি, আর ডিলাররা কমিশনের টাকা পেয়ে ফুলে ফেঁপে উঠছে রাতারাতি । সরেজমিনে দেখা যায় বকুলতলা, চাল হাটি, আশরাফ মার্কেট, বানিয়া পাড়া, হাড়িভাসা রোড তালমা বাজার, মলানি বাজার, জালাসি, মিলগেট বাজার সহ বিভিন্ন অলি গলিতে এদের বাজি ধরার দৃশ্য। প্রতিদিন খেলা হচ্ছে লাখ লাখ টাকার তার কাছে বাজি ধরা এক প্রকার নেশা রিকশাওয়ালা থেকে পানের দোকানদার কেউ বাদ নেই এই খেলা থেকে । জুয়া খেলে কেউ হচ্ছে ধনি আবার কেউ হচ্ছে সর্বস্বান্ত । যেন দেখার কেউ নেই। এলাকার সুশীল সমাজ বলছে এভাবে চলতে থাকলে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ বাড়বে শহরে তাই অচিরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানিয়েছেন। স্মার্ট ফোন হাতে থাকার জন্য খেলাটি সহজলভ্য হয়ে উঠেছে। কেউ বুঝতে পারছেনা আসলে কি হচ্ছে ওখানে। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহমদ জানান যে কোনো অপরাধ বিষয়ক অভিযান আমাদের অব্যাহত রয়েছে ।
আলোকিত প্রতিদিন / ০৪ মে, ২০২১ / দ ম দ

