প্রতিনিধি, নেয়াখালী:
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় কালাম ব্রিকসে ৫০ লক্ষ টাকার চাঁদা দাবী করে না পেয়ে ব্যাপক ধ্বংস লীলা চালায় সন্ত্রাসী কামালের নেতৃত্ব প্রায় ৪০থেকে ৫০ জন। ভুক্তভোগী মেসার্স কালাম ব্রিকসের সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ছাতারপাইয়ার সোনাকান্দি গ্রামের সন্ত্রাসী কামাল- জহিরের নেতৃত্ব চাদার দাবীতে কালাম ব্রিকসের ৮ টি গাড়ী এর মধ্য ৬ টি পিকাপ, ২ টি এ্যাসকাভেটর অতর্কিত ভাঙচুর চালায়। পরে এ বিষয় উল্লেখ করে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাজী আবুল কালাম সেনবাগ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু স্হানীয় চেয়ারম্যান আবদুর রহমান ও মেম্বার আবুল বাশারের অনুরোধ আপোষ মীমাংসার প্রস্তাবে পুলিশ তাৎক্ষণিক কোন ব্যবস্হা গ্রহন থেকে বিরত থাকে। শনিবার তারাবির নামাজের পর মীমাংসার জন্য বসার কথা ছিল। মীমাংসার প্রস্তাবে না বসে মুসল্লীদের নামাজরত অবস্থায় কামাল- জহিরের নেতৃত্ব সোনাকান্দা গ্রামের ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী কালাম ব্রিকসের অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। আগুন লাগার খবরে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্হলে পৌঁছে। এর মধ্যে স্হানীয়রা আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসে। ভুক্তভোগীদের দেয়া তথ্য জানা যায়, আগুনে পুড়ে অফিসে রক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স, মূল্যবান জমিজমার কাগজপত্র, প্রতিষ্ঠানের আর্থিক হিসাবপত্র পুড়ে যায়ও নগদ ৪ লক্ষ টাকার কোন হদিস নেই। আগুনে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন। আগুন লাগার খবর পেয়ে বেগমগঞ্জ সার্কেল এএসপি, সেনবাগ মডেল থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামী গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান। উল্লেখ্য বিএনপি জামাত অধ্যুষিত ছাতারপাইয়ার সোনাকান্দা গ্রামের জামাত মদদপুষ্ট সন্ত্রাসী কামালও জহির প্রায়ই চাঁদার দাবীতে এ প্রতিষ্ঠানে হানা দেয়। এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণে এলাকবাসী জোরালো দাবী করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
আলোকিত প্রতিদিন / ১০ মে, ২০২১ / দ ম দ