নিজস্ব প্রতিনিধি:
নিষেধাজ্ঞা অমান্য করে অ্যাম্বুলেন্সে যাত্রীবহনের অভিযোগে মো: সিরাজুল (৩২) নামের এক চালককে আটক করেছে সাভার ট্রাফিক পুলিশ। এসময় অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। ১০ মে সোমবার রাত ৯ টার দিকে সাভারের থানা স্ট্যান্ড থেকে অ্যাম্বুলেন্সসহ ওই চালককে আটক করা হয়। সেই সঙ্গে অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা ১৪ যাত্রীকে নামিয়ে দেওয়া হয় । সিরাজুল ইসলাম রংপুরের বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি । ট্রাফিক পুলিশ জানায় রাত ৯ টার দিকে একটি অ্যাম্বুলেন্সে দেখে ভিতরে গাদাগাদি করে ১৪ জন যাত্রী উঠানো । এ পরিস্থিতি দেখে অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়। অ্যাম্বুলেন্স চালক সিরাজুল ইসলাম বলেন, আমার এলাকার কিছু পরিচিত লোকজন গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। আমাকে চিনতে পেরে তারা যাওয়ার জন্য আমাকে অনেক অনুরোধ করে । তাদের অসহায়ত্ব দেখে তাদের উঠিয়ে রংপুরে নিয়ে যাচ্ছিলাম। সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আব্দুস সালাম বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহনের দায়ে অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়। তিনি লাইসেন্স ছাড়া ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসার উদ্দেশ্যে যাত্রী বহন করছিলেন। অ্যাম্বুলেন্স চালক মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
আলোকিত প্রতিদিন / ১১ মে, ২০২১ / দ ম দ