প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

0
300
প্রতিনিধি, নোয়াখালী:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে (১০) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত অটোরিকশা চালক সোহাগকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহাগ রামগতি পৌরসভার আলেকজান্ডার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. মজনুর ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, সোহাগ পেশায় একজন অটোরিকশা চালক। তিনি রামগতি ও সুবর্ণচরের বিভিন্ন স্থানে অটোরিকশাযোগে ওষুধ পৌঁছে দেয়ার কাজ করেন। ১৭ মে বিকেল ৪টার দিকে অটোরিকশা নিয়ে নতুন বাজার যাওয়ার পথে চর পানা উল্যাহ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (১০) দেখতে পান। এ সময় সোহাগ অটোরিকশাটি দাঁড় করিয়ে শিশুটিকে কৌশলে পার্শ্ববর্তী একটি (ব্রিজের নিচে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে একজন পথচারী বিষয়টি দেখে ফেললে সোহাগ অটোরিকশা রেখে দ্রুত পালিয়ে যান। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, ঘটনার দিন রাতে ওই শিশুর বড় ভাই বাদী হয়ে অভিযুক্ত সোহাগকে আসামি করে একটি মামলা করেন। মঙ্গলবার রাতে আলেকজান্ডার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই দিন শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৯ মে, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here