জামালপুরে সাংবাদিক রোজিনা নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

0
404

প্রতিনিধি, জামালপুর:
প্রথম আলো’র  জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জামালপুর প্রেসক্লাব রোড়ে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন বীর প্রতিক সৈয়দ সদরুজ্জামান হেলাল, সাংবাদিক নুরুল হক জঙ্গি, মোস্তফা বাবুল, মোস্তফা মনজু, আনোয়ার হোসেন মিন্টু, জাহাঙ্গীর সেলিম, জাহিদ হাবিব, বজলুর রহমান, কাফী পারভেজ, জাহাঙ্গীর আলম, শওকত জামান, আব্দুল আজিজ,মঞ্জুরুল হক, শহিদুল ইসলাম তুফান, নারী সাংবাদিক শিলা আহমেদ ও পুতুল রানী প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি ঢাকতেই সাংবাদিক রোজিনা ইসলামের উপর পরিকল্পিতভাবে নির্যাতন করা হয়েছে। অবিলম্বে সাংবাদিক রোজিনা উপর নির্যাতনকারীদের চাকরিচ্যুত ও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আলোকিত প্রতিদিন/ ১৯ মে, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here