প্রতিনিধি, পঞ্চগড়:
ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০:১৫ ঘটিকার সময় পঞ্চগড় জেলার সদর থানাধীন ইসলামবাগ গ্রামস্থ কাঁচা বাজারে বিসমিল্লাহ বানিজ্যালয় এর প্রো: মো: আবুল খায়ের এর কাঁচামালের আড়তের সামনে পাকা রাস্তার উপর এসআই মো: ফিরোজ আলীর নেতৃত্বে আসামী মো: তরিকুল ইসলাম (৩৫) পিতা- মৃত তজিম উদ্দিন সাং-নেহালপাড়া, থানা ও জেলা: পঞ্চগড়কে ৫০০ গ্রাম গাঁজা এবং একটি মোবাইল সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। মামলা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন / ২১ মে, ২০২১/ দ ম দ