নোবিপ্রবি শিক্ষকের বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান

0
528
প্রতিনিধি, নোবিপ্রবি:
ফ্যাকাল্টি ভিত্তিক রুটিন করে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শুভেন্দু সাহা । শুক্রবার (২১ মে) তিনি তাঁর ফেসবুকে অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান। সহকারী অধ্যাপক শুভেন্দু সাহা বলেন, প্রায়ই কোন না কোন শিক্ষার্থী মেসেজ দেয়- স্যার,ক্যাম্পাস কবে খুলবে? কিন্তু আমার বলার কিছু থাকে না।কেননা সিদ্ধান্ত গ্রহণে আমার বা আমাদের শিক্ষকদের কিছু করার নেই। তাও আমার মনে হয়- পরিস্থিতি বিবেচনায়  পরীক্ষাগুলো নেওয়ার স্বার্থে ক্যাম্পাস খোলা উচিত।প্রয়োজনে ফ্যাকাল্টি ভিত্তিক রুটিন করে পরীক্ষা নেয়া যেতে পারে। অর্থাৎ যেদিন এক ফ্যাকাল্টির পরীক্ষা হবে সেদিন অন্য ফ্যাকাল্টির কেউ আসবে না।এতে করে সংশ্লিষ্ট ফ্যাকাল্টি পুরো ক্যাম্পাস ব্যবহারের সুবিধা পাবে। সামাজিক বা শারীরিক দূরত্বও বজায় রাখা তুলনামূলক সহজ হবে। তিনি তার স্ট্যাটাসে আরো বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট বিবোচনায় অনলাইন পরীক্ষা নেয়া সমীচিন নয় বলেই মনে হয় আমার।তাই প্রয়োজনে আরো সাত থেকে পনেরো দিন দেখে জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের পর ক্যাম্পাস খোলার দাবি জানাই। নচেৎ এই দীর্ঘ সেশন জট শিক্ষা ও শিক্ষার্থীর যে বিরাট ক্ষতি করবে তাতে ভবিষ্যৎ গল্পগুলো হবে কেবলই ট্রাজেডির!
আলোকিত প্রতিদিন / ২১ মে, ২০২১/ দ ম দ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here