প্রতিনিধি,মহেশখালী:
মহেশখালীতে কয়লা বোঝাই ট্রাকে মুদিছড়া ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ছে। এতে দূর্ভোগে পড়ছেন দু’ইউনিয়নের অর্ধলাখ মানুষ। ২৪ মে (সোমবার) সকাল সাড়ে ৬ টায় মহেশখালীর উত্তর-দক্ষিণ কূল এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। এতে শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, অতিরিক্ত কয়লা বোঝাই একটি ট্রাক ব্রীজের উঠলে ব্রীজটি ভেঙে পড়ে। উপজেলা সদরে যাওয়ার প্রধান সড়ক হওয়ায় দূর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। এই সুযোগে কিছু অসাধু মানুষ নদী পারাপারে টাকা হাতিয়ে নিচ্ছেন বলে স্থানীয়রা জানান। ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ বিন আলী জানান, ব্রীজের পাশ থেকে বালু উত্তোলন এবং ব্রীজের মেয়াদ উত্তীর্ণ হবার কারণে এমন দূর্ঘটনা ঘটছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্রীজের মেয়াদ উত্তীর্ণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। তারা দ্রুত নতুন ব্রীজ বাস্তবায়ন হবে বলে জানান। মহেশখালী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সবুর কুমার দে জানান, ব্রীজটি ঝুঁকিপূর্ণ ছিল। অতিরিক্ত মালামাল নিয়ে যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে। এরপরও ঝুঁকি নিয়ে চলাচল করছে। নতুন ব্রীজের জন্য প্রকল্প হইছে, দ্রুত কাজ শুরু করব। মানুষের চলাচলের জন্য কয়েকদিনের মধ্যে বিকল্প ব্যবস্থা হবে জানান।
আলোকিত প্রতিদিন / ২৪ মে, ২০২১/ দ ম দ