আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার প্রথমবারের মত আদালতে অং সং সুচি

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তার্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক জান্তা সরকারের হাতে আটককৃত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এর নেত্রী অং সং সুচিকে আদালতে হাজির করা হয়। অভ্যুত্থানের পর এখন পর্যন্ত একবারও জনসম্মুখে দেখা যায়নি সু চিকে। তার আইনজীবী মিন মিন সো জানান, সু চির সঙ্গে ৩০ মিনিটের সাক্ষাতে তিনি সু চিকে সুস্থ এবং  আত্মবিশ্বাসী দেখেছেন। সুচি তার আইনজীবীকে বলেন, যতদিন জনগণ থাকবে, ততদিন তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিও (এনএলডি) থাকবে। উল্লেখ্য জান্তা সরকারের তৈরী নির্বাচন কমিশন ‍সুচির দলকে বিলুপ্ত ঘোষণা করেত যাচ্ছে। গ্রেফতারের পর সোমবার প্রথমবারের মত আদালতে শুনানিতে হাজির হন সু চি।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে নিয়েছিল মিয়ানমারের সেনাবাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে গত নির্বাচনে করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ করা এবং অবৈধভাবে ওয়াকি-টকি রাখা। এছাড়া তার বিরুদ্ধে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টেও অভিযোগ দায়ের করা হয়েছে।

অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বলছে, সেনা অভিযানে মিয়ানমারে ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ২০ মে এক সাক্ষাৎকারে মিন অং হ্লাইং বলেন, অভিযানে ৩০০ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৪৭ পুলিশ নিহত হয়েছেন। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর প্রায় ৪ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে। মিয়ানমারে সু চির মুক্তি দাবিতে ও সেনা অভিযানের প্রতিবাদে বিক্ষোভ চলছে।

আলোকিত প্রতিদিন / সা হা

- Advertisement -
- Advertisement -